ধর্ম

শিক্ষণীয় গল্প

ঢাকা হাব ডেস্ক

এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব।
কৃষক তো নারীর চেহারা দেখে পাগল।

কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল,.আমাদের বিবাহ দাও।
কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল। আরে বেটা কৃষক, তুই তো এই নারীর উপযুক্তই না, আমি বিবাহ করিব কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল _

তাড়াতাড়ি কৃষক আর কাজী বিচার নিয়ে গেলো বাদশাহের দরবারে! বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল।
এক পর্যায় বাদশাহ বলেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব।
তখন নারীকে বলা হলো, তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করিবে?
নারী সিদ্ধান্ত দিলো, যে আমাকে দৌড়ে
ধরতে পারবে। আমি তাকেই বিবাহ করিব।
নারী দৌড় দিলো, এবং তার পিছু

কৃষক
কাজী
বাদশাহ
জন দৌড়াতে লাগলো। এবং ৩ জন এ দৌড়াতে দৌড়াতে এক

সময় ছটফট করতে করতে কৃষক মারা গেলো।
তার কিছুদুর পর একই অবস্তায় কাজী টাও মারা গেল।
বাদশাহ নারীকে বলেন, এখন তো আমি একা, চল বিবাহ করিব__
তবুও নারী বলে। ( না) আমাকে আগে দৌড়ে ধরতে হবে।
তখন বাদশাহ বলেন,হে নারী দাড়াও বল,তুমি আসলে কে…

নারী বলে আমি হলাম (দুনিয়া) আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ, আর লোভলালসা।
আমার পিছে যে দৌড়াবে, সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না।
এ থেকে বুঝা যায় লোভ মানুষকে ধ্বংস করে

তাই তুমি ফিরে যাও আল্লাহর দিকে
সৌভাগ্য ফিরবে তোমার দিকে।
পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে
-কিন্তু বান্দার সাথে

আল্লাহর সম্পর্ক শেষ নাই।
কাউকে বারবার ডাকলে সে রাগ হয়।
-কিন্তু আল্লাহ কে বারবার
ডাকলে তিনি খুশি হন।

নামাজ পড়ো,

আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button