Sub Lead Newsচট্টগ্রামরাজনীতিসারা বাংলা

শীত উপেক্ষা করে সকালেই কেন্দ্রে ভোটাররা

প্রতিনিধি, সাতকানিয়া

সাতকানিয়ায় শীত উপেক্ষা করে সকালেই কেন্দ্রে  ভোটার উপস্থিতি ছিল ছিল অনেক । চট্টগ্রামের ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। ।

কাঞ্চনা ইউনিয়নের ভোটার ফাতেমা আক্তার বলেন, সকাল সকাল ভোট দিয়েছি। কোনো ঝামেলা হয় নাই। এটা আমার দেওয়া প্রথম ভোট। ভোট দিতে পেরে ভালো লাগছে।

৭ নংআশ্রয়ণ প্রকল্প এলাকার ৭২ বছর বয়সী মোহাম্মদ ইলিয়াস বলেন, শীত উপেক্ষা করে সবার আগে কেন্দ্রে এসে প্রথমেই ভোট দিলাম। কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পারলাম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য নির্বাচন হচ্ছে।বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ হাজার ৩৬৩ জন পুলিশ, ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র‍্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button