শীর্ষ চারে আর্জেন্টিনা

গেলো বছর ফুটবল দুনিয়ায় কাঁপিয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নেয় মেসিরা। বিশ্বকাপ বাছাই পর্বেও বেগ এতে হয়নি তাদের, নিশ্চিত হয়েছে বিশ্বকাপ। এরই ফলস্বরূপ দীর্ঘ চার বছর পর ফিফা র্যাংকিংয়ে শীর্ষ চারে আর্জেন্টিনা ।
নতুন বছরেও অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। লিওনেল মেসিকে ছাড়াই গত জানুয়ারিতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর এতেই র্যাংকিংয়ের সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এ বছরের প্রথম র্যাংকিং। যেখানে আকাশি-সাদাদের মোট পয়েন্ট এখন ১৭৬৬.৯৯। এতে ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষ চারে আর্জেন্টিনা ।
২০২২ সালে প্রকাশিত প্রথম র্যাংকিংয়েও প্রথম অবস্থানে আছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৮২৮.৪৫। দ্বিতীয় স্থানে ব্রাজিল (১৮২৩.৪২) ও ফ্রান্সের (১৭৮৬.২৫) অবস্থান তৃতীয়। এক ধাপ নেমে ইংল্যান্ডের অবস্থান পাঁচে। র্যাংকিংয়ে ছয় থেকে দশে আছে যথাক্রমে ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
এর আগে ২০১৮ সালে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলটি অবস্থান সেরা চারে ছিল। তবে সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় এক ধাক্কায় সেরা দশের বাইরে চলে যায় আর্জেন্টিনা।