
শুভ জন্মদিন মিশা সওদাগর। সর্বকালের সেরা ১০ খলনায়কের তালিকায় রয়েছেন মিশা সওদাগর। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরান ঢাকার সাতরোজায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম শাহীদ হাসান । তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। তিন ভাই ও দুই বোনের মধ্যে মিশা চতুর্থ।
মিশা সওদাগর -এর স্ত্রীর নাম মিতা। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণী।
১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে আয়োজনের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ হয় তার। প্রথম অভিনয় করেন ১৯৯০ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদের ‘চেতনা’ ছবিতে। এতে নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। একই বছর নায়ক হিসেবে ‘অমরসঙ্গী’ নামের আরেকটি ছবিতে অভিনয় করেন ।
১৯৯৫ সালে ‘আশা আমার ভালোবাসা’ ছবিতে প্রথম খলনায়ক হয়ে আসেন ও সাফল্যের সাথে এ পর্যন্ত আট শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। এখনো অভিনয়ে যুক্ত আছেন তিনি। ২০১১ সালে ‘বস নাম্বার ওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য খল অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।