
শুভ জন্মদিন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় । সব্যসাচী এই লেখক পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর মহকুমার ইছাপুরে জন্মগ্রহন করেন। ১৮৯৯ খ্রিস্টাব্দে তিনি ভবানীপুরের সাউথ সুবারবন স্কুল থেকে এন্ট্রান্স, ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি কলেজ থেকে ১৯০১ খ্রিস্টাব্দে এফএ, ১৯০৪ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেব্লিজ ইনস্টিটিউশন থেকে বিএ পাস করেন।
পেশায় আইনজীবী হলেও নেশায় ছিলেন সাহিত্য-শিল্পকর্মী। ১৪ বছর বয়সে এন্ট্রান্সে পড়ার সময়ই তার ‘ছেলেবেলাকার কথা’ গল্পটি ‘কমলা’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৯০১ খ্রিস্টাব্দ থেকে সাহিত্য জগতে পুরোপুরি পদার্পণ। সতীর্থ মণিলাল গঙ্গোপাধ্যায়, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রভৃতির সহযোগিতায় ভবানীপুরে ‘ সাহিত্য সেবক সমিতি’ প্রতিষ্ঠা করে ‘তরণী’ নামে এক হাতে লেখা পত্রিকার সম্পাদনা করেন।
ছোটদের মাসিক পত্রিকা ‘মুকুল’ -এ তার কয়েকটি ছোটগল্প প্রকাশিত হয়। ১৯০২ খ্রিস্টাব্দে সাহিত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘কুন্তলীন পুরস্কার’ লাভ করেন। ১৯০৩ খ্রিস্টাব্দে কুন্তলীনের দ্বিতীয় এবং ১৯০৪ খ্রিস্টাব্দে প্রথম পুরস্কার পান।
১৯১৫ – ২৩ খ্রিস্টাব্দে তিনি ও মণিলাল গঙ্গোপাধ্যায় ‘ভারতী’ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯২৬ খ্রিস্টাব্দে মাসিক বসুমতীর সাথে যুক্ত হয়ে দীর্ঘ দিন থাকেন ।
শুভ জন্মদিন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র কাহিনী, বেতার নাট্য, জীবনী, অনুবাদ-সাহিত্য, রম্য রচনা, ব্যঙ্গ-কৌতুক, ভ্রমণকাহিনী, প্রবন্ধ, পরলোকতত্ত্ব প্রভৃতি সাহিত্যের বিভিন্ন শাখায় দক্ষতার সাথে ছিল তার অবাধ বিচরণ। ১৯৩২ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত দেবকী বসু পরিচালিত নিউ থিয়েটার্সের সঙ্গীতবহুল চলচ্চিত্র ‘চণ্ডীদাস ‘ ছবির জনপ্রিয় ‘ ফিরে চলো আপন ঘরে’ গানটির গীতিকার ছিলেন তিনি। তিনি অনর্গল রায়, অপ্রকাশ গুপ্ত, বৈকুন্ঠ শর্মা, সত্যব্রত শর্মা প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করতেন। প্রায় দু’শো গ্রন্থ রচনা করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি হল-‘,লালকুঠি,পাঠান মুলুকে,চালিয়াৎ চন্দর,মা-কালীর খাঁড়া,মণিদীপা,নির্ঝর,রঙের টেক্কা,পুষ্পক,
‘খাট্টা ও খোট্টা,দরদী,আঁধি,কাজরী,বাবলা,পিয়ারী,কুজ্ঝটিকা,লাখ টাকা,স্বয়ংবরা,হারানো রতন প্রভৃতি ।
সৌরীন্দ্রমোহন ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৯ শে মে ৮৪ বছর বয়সে কলকাতায় মারা যান।