জাতীয়সারা বাংলা

শেষ ধাপের ১৩৮ ইউপিতে ভোট গ্রহণ চলছে

ঢাকা নিউজ হাব ডেস্ক

১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। ২০ জেলার ২৬ উপজেলার এসব ইউপিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। এর মধ্য দিয়ে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হচ্ছে। কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের আমলে এটিই শেষ নির্বাচন।
১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে। ইসি এসব তথ্যজানিয়েছে। বেশিরভাগ ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই ধাপে ১১ জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত সদস্য ও ৪৬ জন সাধারণ সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ হবে আজ । সাতটি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হবে। বাকি ১৩১টিতে কাগজের ব্যালটে ভোট হবে।

ইসির কর্মকর্তারা জানান, এসব ইউপিতে শেষ মুহূর্তের নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকটি উপজেলায় নির্দিষ্ট সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে পুলিশ ও এপিবিএন সমন্বয়ে ১টি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউনিয়নে একটি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।

র‌্যাবের মোবাইল টিম ২টি ও একটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। প্রতিটি এসব ইউপিতে বিজিবির মোবাইল টিম দুটি, স্ট্রাইকিং ফোর্স একটি এবং উপকূলীয় উপজেলাগুলোতে কোস্টগার্ডের সদস্য নেমেছেন। এছাড়া মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্টেট।

নির্বাচনি এলাকার ব্যাংকের শাখা বা উপশাখা বন্ধ থাকবে আজ। রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখায় কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button