Exclusive 2খেলাধুলা

বিশাল সংগ্রহ গড়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

বিশাল সংগ্রহ গড়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বড় সংগ্রহ এনে দিলেন আরিফুল ইসলাম। তার এই সেঞ্চুরিও গেলো বৃথা। এবার ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো বাংলাদেশ ।

অ্যান্টিগায়  গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯৩ রান করেও ২ উইকেটে হেরেছে বাংলাদেশের টাইগার যুবারা।

২৯৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ১৭৬ রানে দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। ডোয়াইড ব্রেভিস দুর্দান্ত এক সেঞ্চুরিতে ম্যাচ বের করে নেন।

সেঞ্চুরিয়ান এই ব্যাটারকে আউট করার পর ২৮৩ রানে ৮ উইকেট নিয়ে সম্ভাবনা জাগিয়েছিল যুবারা। শেষ রক্ষা হয়নি।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রিপন মন্ডল, মুশফিক হাসান আর এসএম মেহরব। এর আগে কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে আরিফুলের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রানের সংগ্রহ দাঁড় করায় যুবারা।

টানা দ্বিতীয় সেঞ্চুরি করে আরিফুল ইসলাম আউট হয়েছিলেন ১০২ রান করে। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মাহফিজুল ইসলাম এবং প্রান্তি নওরোজ নাবিল ৫৭ রানের জুটি গড়েন।

মাহফিজুল ইসলাম ৩১ বলে ২৯ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন আইচ মোল্লা। তিনিও আউট হয়ে যান এক রান করে। বল খেলেছিলো ১৫টি।

শেষ রক্ষা হলো না পরে মাঠে নামেন আরিফুল ইসলাম। মোহাম্মদ ফাহিম, এসএম মেহেরাবকে নিয়ে মাঝারি মানের দুটি জুটি গড়েন তোলেন তিনি। ৩২ বলে ৩৬ রান করে আউট হন মোহাম্মদ ফাহিম। এসএম মেহেরাবও আউট হন ৩৬ রান করে। তাহজিবুল ইসলাম ৪ রান করেন। রিপন মন্ডল অপরাজিত থাকেন ১৪ রানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button