Sub Lead Newsঅর্থনীতি

শেয়ার বিক্রির চাপ, সূচক কমেছে ১১ পয়েন্ট

অর্থনৈতিক প্রতিবেদক

টানা দুদিন উত্থানের পর শেয়ার বিক্রির চাপ এর মধ্যদিয়ে মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১ পয়েন্ট। একই সময়ে শেয়ার বিক্রির চাপ এ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়ে ‍৩৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমে ৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ২১ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।

পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ২০ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ১৮৮ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৩৩৩ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ১২০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button