ক্রিকেটখেলাধুলা

শ্বশুরবাড়ির শহরে গিয়ে খুশি মইন

প্রায় ছয় বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট খেলার সুবাদে নিজের শ্বশুরবাড়ির শহরে যেতে পেরেছেন মইন। শনিবার বিপিএলের সিলেট পর্ব খেলতে সেখানে পৌঁছেছে মইনের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। এরই মাধ্যমে প্রথমবারের মতো শ্বশুরবাড়ির শহরেও যেতে পারলেন মইন।

এর আগে ২০১৬ সালে বাংলাদেশে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে এসেছিলেন তিনি। কিন্তু সব ম্যাচ গুলো ঢাকা আর চট্টগ্রামে হওয়ায় সেবার শ্বশুরবাড়ি যেতে পারেনি মইন।

ছোটবেলায়ই পরিবার নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মইন আলীর স্ত্রী ফিরোজা হোসেনের বাবা এম হোসেন। তবে দীর্ঘদিন থেকেছেন সিলেটের পীর মহল্লায় নিজের বাড়িতে। তবে খেলোয়াড়ি ব্যস্ততার কারণে এর আগে কখনও স্ত্রীর সঙ্গে সিলেটে যাওয়া হয়নি ইংলিশ অলরাউন্ডার মইনের।

এবার প্রথমবার সিলেটে গিয়ে আপ্লুত মইন আলি। তিনি নিজেও পাকিস্তানি বংশোদ্ভূত। তবে এখন পরিবার পরিজন নিয়ে ইংল্যান্ডেরই স্থায়ী বাসিন্দা। শ্বশুরবাড়ির শহরে আসতে পেরে খুশি মইন।

আজ সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয় তিনি বলেন, “বাংলাদেশও বাড়ি, পাকিস্তানও বাড়ি, ইংল্যান্ডও বাড়ি। আমার কাছে সব একইরকম মনে হয়। আমার শ্বশুরবাড়ির সবাই এখানের। তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমি প্রথমবার সিলেটে এলাম। তারা সবসময় আমাকে বলে, সিলেটে চলো, সিলেটে চলো। কিন্তু সময় বের করতে পারি না।”

জৈব সুরক্ষা বলয়ে থাকায় সিলেট শহর ঘুরে দেখা হবে না মইনের। এ বিষয়ে তিনি বলেন, “এবার সিলেটে এসে ভালো লাগছে। এটি দুঃখজনক যে (জৈব সুরক্ষা বলয়ের কারণে) বাইরে কোথাও যেতে পারবো না। তবে এখানে এসে খুব আনন্দিত আমি। কারণ আমার পরিবার এখানের। তাই সিলেটে এসে আমি অনেক খুশি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button