Sub Lead Newsআন্তর্জাতিক

বিশ্ব করোনা

সংক্রমণ ৪১ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে সংক্রমণ ছাড়ালো ৪১ কোটি ছাড়ালো । ভাইরাসটিতে সংক্রমণের সংখ্যা নেমেছে প্রায় সাড়ে ১৮ লাখে।
দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে; কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে রাশিয়ায়। প্রাণহানি হয়েছে ব্রাজিলে বেশি। এরপর প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক ও ইতালি। বিশ্বব্যাপী করোনায় সংক্রমণ ছাড়ালো ৪১ কোটি ৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ৫৮ লাখ ২৭ হাজার।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭১৬ জন।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৩৪৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৯২ জনে।

২৪ ঘণ্টায় বিশ্বে সংক্রমিত সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭২৯ জন। নতুন করে বিশ্বে সংক্রমণ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭৬৩ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৮৯২ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ১২৪ জনের।

যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমে এসেছে। নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৫৭৯ জন। মারা গেছেন ৮৭৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ৯ লাখ ৪২ হাজার ৯৪৪ জন মারা গেছেন।

জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন। মারা গেছেন ১২২ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৫৭ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৬ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ২৫ জন ও মারা গেছেন ১৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ২৭২ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৩১ জন ও মারা গেছেন ২৬৯ জন।

ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১১ জন। মারা গেছেন ১৬১ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৬ লাখ ২২ হাজার ৬৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৬৯৭ জন। কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭২ জন ও মারা গেছেন ১৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৩৪ জন, কানাডায় ৬৮ জন, আর্জেন্টিনায় ১২৮ জন, গ্রিসে ৭০ জন, পোল্যান্ডে ৩৩৩ জন, ইরানে ১৩৩ জন, জাপানে ১৪২ জন, রোমানিয়ায় ১৪৪ জন, চিলিতে ৯৪ জন ওভিয়েতনামে ৭৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১২ হাজার ১১৮ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button