আন্তর্জাতিক

মৃত্যু ১১ হাজারের ওপরে

একদিনে সংক্রমিত ২৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

একদিনে সংক্রমিত ২৪ লাখ মানুষ। বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ইতালি, পোল্যান্ড ও যুক্তরাজ্য। বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৪০ কোটি ৩৪ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমণের হয়ে মারা গেছেন ১১ হাজার ২৯৭ জন।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৭ হাজার ৪৪৭ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই লাখের বেশি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন। মারা গেছেন ২৪৬ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৮১৮ জন ।মারা গেছেন ২ হাজার ৬১১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৯৫ জন ও নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৫৩ জন । মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ১৮৯ জনের।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২৪১ জন ।নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৬৬৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৩৯০ জনের।

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৮৩৯ জন। মারা গেছেন ২৮২ জন। ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৫৭ জন ও মারা গেছেন ২৪০ জন।

তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৫৬৩ জন ও মারা গেছেন ২৬৬ জন। ইতালিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১ হাজার ৩৬৭ জন। মারা গেছেন ৩৮৪ জন।

গত একদিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ২১৪ জন ও মারা গেছেন ২৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ২১৩ জন, কানাডায় ১৩১ জন, আর্জেন্টিনায় ২১৭ জন, গ্রিসে ৭৮ জন, পোল্যান্ডে ৩১০ জন, হাঙ্গেরিতে ১০১ জন, ইরানে ১১৬ জন, জাপানে ১৪১ জন, রোমানিয়ায় ১৭১ জন এবং ভিয়েতনামে ৯৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৩২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯ হাজার ৮৮৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। একই বছর ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে এই সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button