চট্টগ্রামজাতীয়স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে করোনা সংক্রমিত ৫৩৯ জন

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৫৩৯ জন।   শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।  শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী  বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪৪ জন নগরেরই বাসিন্দা।

১৯৫ জনের মধ্যে লোহাগাড়ার ৭, সাতকানিয়ার ১৯, বাঁশখালীর ৮, আনোয়ারার ৮, চন্দনাইশের ৮, পটিয়ার ১১, বোয়ালখালীর ১৪, রাঙ্গুনিয়ার ৮, রাউজানের ১৭, হাটহাজারীর ২১, ফটিকছড়ির ২৯, মিরসরাইয়ের ৩১, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ৫ জন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ৫৮০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ৯৪৫ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

শুরু থেকে করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। ৭৩৪ জন নগরের। বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে সংক্রমিত হয়ে প্রথম  এক ব্যক্তি মারা যান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button