জাতীয়রাজনীতি

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে : সেতুমন্ত্রী

ঢাকা হাব প্রতিবেদক

সংবিধান অনুযায়ী যথাসময়ে বর্তমান সরকারের মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচনের দাবি করার প্রয়োজন নেই। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বিকেলে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলেছেন, বিএনপি অংশ নেয়নি; তাই রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন। তারা ছাড়াও দেশে আরও রাজনৈতিক দল আছে। এ কথা সম্ভবত তারা ভুলে গেছেন। দলটি অংশ না নিলে কোনো কিছুই থেমে থাকবে না। থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।

তিনি আরো বলেন, বিএনপির কাজই হলো সরকার ও দেশের কল্যাণকর যে কোনো প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা। সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে জনগণের কাছে তারাই বিতর্কিত। অপরিণামদর্শী রাজনীতির কারণে তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁক-ডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা ও নেতাকর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।

কাদের বলেন, বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ মুহূর্তে সরে যায় কিনা জনগণ সে আশঙ্কায় রয়েছে। কারণ তারা নির্বাচন ও জনগণকে ভয় পায়। তারা কখনো গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।

তিনি বলেন, নির্দলীয় সরকার প্রশ্নে বলতে চাই আগামী জাতীয় নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button