Sub Lead Newsচট্টগ্রামসারা বাংলা

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় কিশোর নিহত

প্রতিনিধি, সাতকানিয়া

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় কিশোর নিহত হয়েছে। সপ্তম ধাপে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নলুয়া ইউনিয়নের ৮ নম্বর কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় এই কিশোর নিহত হয়।

সোমবার ৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম তাসিফ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, নলুয়ায় একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। পরে বিস্তারিত জানাবো।

ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান বলেন, নিহত তাসিফ তার নিকটাত্মীয়। ওই কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বহিরাগতরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলায় ভোট শুরুর কিছু সময় পরেই খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। কেন্দ্র দখল নিয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন খাগরিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ওমর ফারুক।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button