
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ ।২০১৬ সালের আজকের দিনে তিনি মারা যান।
আলতাফ মাহমুদের জন্ম ১৯৫৪ সালে পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া গ্রামে। তিনি পয়গাম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। স্বাধীনতার পর তিনি দৈনিক স্বদেশ, দৈনিক কিষাণ ও দৈনিক খবরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ।
তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও পাঁচবার ডিইউজেতে সভাপতির দায়িত্ব পালন করেন।
দেশের সাংবাদিক নির্যাতন-নিপিড়ন বন্ধ ও দাবি আদায়ের আন্দোলনে কিংবদন্তি ছিলেন আলতাফ মাহমুদ।
সাংবাদিক বান্ধব আলতাফ মাহমুদ সবসময় সাংবাদিকদের পাশে থেকে লড়াই করেছেন। সাংবাদিক নির্যাতন-নিপিড়ন বন্ধে তিনি ছিলেন একজন সময়ের সাহসী যোদ্ধা।