Exclusive 2জাতীয়

সাংবাদিক ছদ্মবেশে ১৭ বছর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

প্রতিনিধি, সাভার

সাংবাদিক ছদ্মবেশে থাকার ১৭ বছর পর অবশেষে সাভার থেকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ কামালকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  একটি দৈনিক পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন তিনি নিজেকে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি  সাংবাদিকদের নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সকালে সাভারের তালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, আশরাফ কামাল নারায়ণগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আশুলিয়ায় এসে সাংবাদিক ছদ্মবেশে ১৭ বছর পালিয়ে ছিল। একই সঙ্গে তিনি আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজের পরিচয় দিতেন।

খন্দকার আল মঈন বলেন, ১৭ বছর ধরে তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে সাংবাদিকের ছদ্মবেশে ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দৈনিক পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে  আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button