Sub Lead Newsজাতীয়

সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো শুরু মঙ্গলবার

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

সাত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো শুরু হবে মঙ্গলবার। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যান সাত বাংলাদেশি নাগরিক।

মরদেহের প্রথম চালান ইতালি থেকে দেশের উদ্দেশে আগামী মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রওনা হবে। বৃহস্পতিবার ইতালির বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বলা হয়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সিসিলির এগ্রিজেন্টো কবরস্থান পরিদর্শন করেন। সেখানে সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ বাংলাদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় রাখা হয়েছে।

দূতাবাস জানায়, মৃতদেহের দ্রুততম সময়ে প্রত্যাবাসনের জন্য ইতালি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দূতাবাস। মরদেহের প্রথম চালানটি আগামী ৮ ফেব্রুয়ারি দেশের উদ্দেশে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। আর মরদেহের প্রত্যাবাসন প্রক্রিয়া আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় গত ২৯ জানুয়ারি নিশ্চিত করেছে দূতাবাস। মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুরে। বাকি দুজনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে।

মৃতরা হলেন— মাদারীপুরের পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button