Sub Lead Newsঢাকাসারা বাংলা

সাফারি পার্কে নয় জেব্রার মৃত্যু

প্রতিনিধি, গাজীপুর

সাফারি পার্কে নয় জেব্রার মৃত্যু নিয়ে বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিন সপ্তাহের ব্যবধানে এগুলোর মৃত্যু হয়েছে।

২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেব্রাগুলো মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাফারি পার্কে বৈঠকে বসছে বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। তবে ২ জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু হলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রেখেছিল। সোমবার রাতে পার্কে জেব্রার মৃত্যু বিষয়টি প্রকাশ পায়।

প্রকল্প পরিচালক জাহিদুল কবির জানান, খাদ্যে বিষক্রিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণসহ নানা কারণে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে। তবে এ বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার পার্কে বৈঠকে বসবে বিশেষজ্ঞ দল। জেব্রা দলবেঁধে চলে। মৃত্যুর আগ থেকে এদের মৃত্যুর কোনো রোগের উপসর্গ দেখা যাচ্ছে না।

প্রাণীগুলো বন্য এদের কাছে যাওয়া যায় না। হঠাৎ তারা দল থেকে আলাদা হয়ে পড়ে যায়, সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয় এবং পেট ফুলে মুখ দিয়ে ফেনা বের হয়। করোনা সন্দেহে পিসিআর ল্যাবে মৃত্যু জেব্রাগুলোর নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়াও খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে এমন সন্দেহে খাবার পরীক্ষা করা হয়েছে।

তিনি আরো বলেন, মৃত জেব্রাগুলোর ফুসফুস, লিভার, মৃত্যুর পর পেটে থাকা অর্ধগলিত খাবারগুলোর পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট চলে এসেছে। তবে জেব্রাগুলো যে খাবার খাচ্ছে তা পার্কে থাকা অন্যান্য প্রাণীগুলোও খাচ্ছে। খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়ে অন্য প্রাণীগুলোরও মৃত্যু হতে পারতো।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান জানান, ২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। এরই মধ্যে জেব্রার মৃতদেহের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়। সোমবার রাতে পরীক্ষার ফলাফলও পেয়েছেন তারা। ওই ফল হাতে নিয়েই মঙ্গলবার পার্কে বিশেষজ্ঞ দল বৈঠকে বসবে। সর্বশেষ পার্কে ৩১টি জেব্রা ছিল। নয়টি জেব্রা মৃত্যুর পর এর সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button