Sub Lead Newsঢাকাসারা বাংলা

সাফারি পার্কে সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা

শ্রীপুর গাজীপুর) প্রতিনিধি

বঙ্গবন্ধু সাফারি পার্কে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার সাংবাদিকদের জন্য অঘোষিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাংবাদিকদের পার্কে প্রবেশ করতে হচ্ছে টিকিট কেটে পরিচয় গোপন রেখে।

জেব্রা, বাঘ, সিংহসহ বেশ কিছু প্রাণীর মৃত্যুর ঘটনা অনুসন্ধানে গঠিত তদন্ত দল ও বিশেষজ্ঞ মেডিকেল টিম পার্কে আসছেন জানতে পেরে বুধবারসংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে সেখানে যান। তবে তাদের পার্কের ভেতর ঢুকতে দেয়া হয়নি।

সাফারি পার্কে সাংবাদিক প্রবেশে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে পার্ক কর্তৃপক্ষ বলেন, এ বিষয়ে তাদের কিছু জানা নেই। পরে দীর্ঘসময় অপেক্ষা করেও পার্কে ঢুকতে না পেরে সংবাদকর্মিরা স্থান ত্যাগ করেন।

একাধিক সংবাদকর্মী জানান, খবর সংগ্রহে পার্কে প্রবেশ করতে টিকিট কেটে ঢুকতে গেলেও তাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এছাড়া ভেতরে প্রবেশের পর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেনি পার্ক কর্তৃপক্ষ। তারা সাংবাদিকদের এড়িয়ে যান।

অসুস্থ বাঘ ও সিংহটির অবস্থা সংকটাপন্ন বলে পার্ক কর্তৃপক্ষ সাংবাদিকদের এড়িয়ে থাকতে চাচ্ছেন।

এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তদন্ত দলের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলা হবে না বলে আমাদের জানিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়টি আমার জানা নাই। তবে তদন্ত দল সাবাদিকদের সঙ্গে কথা বলবে না বলে জানিয়েছিল আমাদের ।

পার্কের একাধিক সূত্র জানায়, প্রাণী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত দলের সদস্যরা দুপুরের একটু আগে পার্কে এসে পৌঁছান। নির্ধারিত সময়ে পার্কের ইরাবতী রেস্ট হাউসের সম্মেলন কক্ষে তারা বৈঠকে বসেন।

সূত্র জানায়, দীর্ঘ তিন ঘণ্টার বেশি সময় ধরে তদন্ত দল বৈঠক করেন। এরই মধ্যে এক সময় দায়িত্বরতদের জানিয়ে দেওয়া হয় পার্কে কোনো সংবাদকর্মীদের সঙ্গে তদন্ত দল কথা বলবে না। এ সময় পার্কের অনেক কর্মকর্তারাই বৈঠকের বাইরে দাঁড়িয়ে ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে পার্কের দুই কর্মকর্তা জানান, এক মাসের ব্যবধানে পার্কে এতগুলো প্রাণীর মৃত্যুর ঘটনায় সবাই চরম বেকায়দায় রয়েছে।

দুই জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত পার্কের আফ্রিকান সাফারিতে ১১টি জেব্রা মারা যায়। এরপর সপ্তাহের ব্যবধানে একটি সিংহী মারা যায়। তবে জেব্রার মৃত্যু নিয়ে আলোচনা চলাকালেই একটি বাঘ মারা যাওয়ার খবর চেপে রেখেছিল পার্ক কর্তৃপক্ষ, পরে সেটিও ফাঁস হয়ে যায়। আরও একটি বাঘ ও সিংহ অসুস্থ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button