Sub Lead Newsজাতীয়

সামগ্রিক নিষেধাজ্ঞা ঠিক হবে না: গ্রেগরি ডব্লিউ মিকস

ঢাকা নিউজ হাব ডেস্ক

বাংলাদেশের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া ন্যায্য হবে না বলে মন্তব্য করেছেন প্রভাবশালী কংগ্রেসম্যান ও পররাষ্ট্রবিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস।

শুক্রবার মার্কিন হাউজ অব ফরেন কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন কংগ্রেসম্যান মিকস।

বিবৃতিতে মিকস বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে বাইডেন প্রশাসনের বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কিছু বর্তমান ও প্রাক্তন সদস্যের ওপর দেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে আমি সমর্থন করি।

আমি বিশ্বাস করি, নিষেধাজ্ঞা সবচেয়ে কার্যকর হয় যখন এটা নির্দিষ্টভাবে দেওয়া হয়। তবে বাংলাদেশের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হবে না।

ঢাকা ও ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সবসময় সমর্থন করবেন বলে জানান প্রভাবশালী এ কংগ্রেসম্যান।

তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করাসহ মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় আমি সহায়তা করবো।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button