প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিকে কোনো নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে সাংবাদিকদের একথা বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি লোক দেখানো। এতে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনও জনগণ হতে দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটিকে নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশা নেই বিএনপির।