
সিনেমা জগত থেকে সরে যাওয়ার রহস্য উন্মোচন করলেন পপি। ২০২১ সালের শুরু থেকেই আড়ালে ছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। মিডিয়া সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জনপ্রিয় এ নায়িকা।
হঠাৎ প্রকাশ্যে আসলেন পপি। জানালেন, সিনেমা জগত থেকে তার নিজেকে সরিয়ে নেওয়ার রহস্য উন্মোচন করলেন।
ভিডিও বার্তায় পপি গত দুই মেয়াদে ক্ষমতায় থাকা শিল্পী সমিতির ক্ষমতাসীন একজনকে ইঙ্গিত করে অভিযোগ তুলে জানিয়েছেন, কেন তিনি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। যদিও তিনি সরাসরি অভিযুক্তের নাম নেননি।
বুধবার দুপুরে সাড়ে ৫ মিনিটের বার্তায় পপি বলেন, বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমার মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদের ব্যবহার করে যে এই চেয়ারটিতে বসেছে- সেখানে বসেই বিভিন্ন রকমের অপকর্মের চেষ্টা করেছে। আমরা গুটিকয়েক তাতে সায় দেইনি। যে কারণে আজ আমি ভিকটিম।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আমার মতো শিল্পীকে সদস্যপদ বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। এতো বছর কাজ করার পর এমন আচরণ, একটা শিল্পীর জন্য কতোটুকু অপমানের- সেটা আমি বুঝতে পারি। ১৮৪ জন শিল্পীও এই কষ্টটা বুঝতে পারবেন। এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।
পপি বলেন, আমার কাছে সদস্য পদ বাতিলের চিঠিটা এখনও আছে। ওই চিঠিটা যখনই পেয়েছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি নোংরামির মধ্যে আর যাব না। ভেবেছি কখনো যদি পরিবেশ ভালো হয়- তখনই চলচ্চিত্রে ফিরব।’