খেলাধুলা

মুমিনুল ও লিটন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন

স্পোর্টস ডেস্ক

দুজন যেন হাত ধরাধরি করেমাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে এগিয়েছেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। যেমনটি গতকাল (রোবাবর) ম্যাচের দ্বিতীয় দিনে করেছেন এই দুজন, থেমেছেন ব্যক্তিগত ফিফটির পর। আজ (সোমবার) একই পরিণতি হলো অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের।

আশা জাগিয়ে পারলেন না মুমিনুল ও লিটন। নিজের ১২তম টেস্ট সেঞ্চুরির খুব কাছে গিয়ে মুমিনুল ফিরলেন ৮৮ রানে। লিটন আউট হন ৮৬ রান করে।


আরো পড়ুন… নিউজিল্যান্ডে গড়া রেকর্ড ভেঙে দিলেন মুমিনুলরা


ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন মুমিনুল। ফেরার আগে ২৪৪ বলের ইনিংসটি সাজান ১২টি চারের মারে। মুমিনুলের আউট হলে পঞ্চম উইকেটে ভাঙে ১৫৮ রানের পার্টনারশিপ।

শতকের দিকে ছুটেছিলেন লিটন। সতীর্থের বিদায়ের পর সাজঘরে তিনিও। বোল্টের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে ১৭৭ বলের ইনিংসে খেলেন ১০টি চারের মার।

এ পর্যন্ত তৃতীয় দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৭৩ রান। এতে নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ৪৫ রানের লিড টাইগার প্রতিনিধিদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button