
সোহরাওয়ার্দীতে নাচে গানে বসন্ত বরণ হয়। সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে চলছে এই বসন্ত বরণ উৎসব। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিল্পকলার মুক্তমঞ্চে বসন্তবরণ উৎসব-১৪২৮ পালনের শেষ সূর্যোদয়ের পরপরই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে অসংখ্য নারী, পুরুষ ও শিশু মুক্তমঞ্চে চলে আসে।
শীতকালকে বিদায় জানিয়ে শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত এ উৎসব চলে।
বেঙ্গল মিউজিকের বাসন্তী রাগ পরিবেশনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। এরপর দলীয় সংগীত পরিবেশন করে সুরসপ্তক, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার। আজ সারা দিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করবে নানা অনুষ্ঠান। সারা দিন সোহরাওয়ার্দীতে নাচে-গানে মুখরিত থাকবে সব শ্রেনির মানুষ।