
ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল জাতীয় স্পিরিট পানে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তারা মারা যান।
নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ , একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার ও শ্রীলক্ষী সিনেমা হলের পেছনের ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন। জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, নিহতরা শহরের একটি হোমিও দোকান থেকে এই বিষাক্ত স্পিরিট খেয়েছিল।