Top Newsজাতীয়

সম্পর্কের ৫০ বছর

বাংলাদেশ-হাঙ্গেরির শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

বাংলাদেশ-হাঙ্গেরির শুভেচ্ছা বিনিময় করেছেন। বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী এই শুভেচ্ছা বিনিময় করেন। দুই মন্ত্রী ঢাকা ও বুদাপেস্টের সম্পর্ক গভীর করার বিষয়ে প্রত্যাশা রাখেন।

গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা বিনিময়  -এর কথা জানানো হয়।

ভিয়েনার স্থায়ী মিশন জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জার্তোকে একটি পত্রের মাধ্যমে অভিনন্দন জানান। ড. মোমেন পত্রে ১৯৭২ সালের এই দিনে হাঙ্গেরি কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা স্মরণ করেন।

মোমেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য হাঙ্গেরির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হাঙ্গেরির সঙ্গে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ১ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা একটি পত্রে ভৌগলিক দূরত্ব সত্ত্বেও দু’দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থাপিত শক্তিশালী বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন।

তিনি বলেন, হাঙ্গেরি স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরে গর্বিত । সম্প্রতি বাংলাদেশে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে দেশটি অত্যন্ত আনন্দিত।

সিজ্জার্তো ২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকায় তার সফর ও দ্বিপক্ষীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করার কথা স্মরণ করেন। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button