
হেঁটেই ইউক্রেন ছাড়ছে বাংলাদেশিরা। ইউক্রেনের পরিস্থিতি ভালো নয়, থমথমে। বৃহস্পতিবারের পরিস্থিতি দেখে পোল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নেয় অনেক বাংলাদেশী। যে সব বাংলাদেশী।
পোল্যান্ডের উদ্দেশ্যে হেঁটেই ইউক্রেন ছাড়ছে তারা। কোনো গাড়ির ব্যবস্থা নেই। হাঁটা ছাড়া কোনো ব্যবস্থা নেই।
ইউক্রেনের মারিউপল এলাকায় বসবাস করেন বাংলাদেশি মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান। তারা সকাল ১০টায় পোল্যান্ড সীমান্তের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন।
ছয় ঘণ্টার মতো সময় গাড়ির জন্য অপেক্ষা করেন। টিকিট কাউন্টার থেকে বাস আসবে বলে আশ্বস্তও করা হয় তাদের। দীর্ঘসময় অপেক্ষার পর জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় বাস চালাবে না কোম্পানি। তাই হেটেই রওয়ানা দিয়েছি।
এর আগে ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেখান থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেছেন, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে। দূতাবাসের পক্ষ থেকে হোয়াটঅ্যাপে গ্রুপ করে প্রায় তিনশো বাংলাদেশির সঙ্গে বৈঠক হয়েছে। আমরা ইউক্রেন থেকে বাংলাদেশিদের আপাতত পোল্যান্ডে নিয়ে আসার নির্দেশ দিয়েছি। সেখানে থেকে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
শাহরিয়ার আলম জানান, ইউক্রেনে বসবাসরত বিদেশিদের ১৫ দিনের জন্য সাময়িক ট্রানজিট ভিসা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। দুই একদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা করছি। তখন পোল্যান্ডে ঢুকতে পারবেন বাংলাদেশিরা।
ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেখান থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শাহরিয়ার আলম জানান, ইউক্রেনে বসবাসরত বিদেশিদের ১৫ দিনের জন্য সাময়িক ট্রানজিট ভিসা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। দুই একদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা করছি। তখন পোল্যান্ডে ঢুকতে পারবেন বাংলাদেশিরা।
ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনে প্রায় এক হাজার বাংলাদেশি রয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।