
শেষ বিকেলের সোনা রোদে
হয়নি দেখা যারে
কি হবে আর দেখে তারে
রাতের ওই দূর আকাশে।
হয়ে তুমি ধ্রুবতারা এখন
মিটিমিটি জ্বলো
চাঁদ সুরুজের সঙ্গে শুধুই
মনের কথা বলো।
অনাদর আর অবেলায় কেটেছে
তোমার দিন
এখন তুমি দেখে যাও এসে
আমার দিন কত সঙ্গিন।
থাকতে তুমি বুঝিনি মর্ম
এটাই হয়তো রীতি
স্মৃতির মিনারে রেখে গেলে
যেন হাজারো প্রেমের গীতি।
বুকের ভেতর শত বেদনা
রাখি তাই সযতনে
উতালপাথাল হৃদয়ে আজ
কত কথা পড়ে মনে।