
১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। নির্বাচন কমিশন গঠনে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের ১০ নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ তালিকা হস্তান্তর করবে কমিটি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) কমিটির সপ্তম বৈঠক শেষে রাত সাড়ে ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। বিকেল ৪টা ৩৫ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় রাত ৮টা ১০ মিনিটে।
গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। তারপর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
কার্যপরিধি অনুযায়ী, এই কমিটির সুপারিশ দেওয়ার সময় আছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তারা ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। এরপর এই ১০ জনের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
অনুসন্ধান কমিটি গঠনের পর নিজেরা ছয়বার ও বিশিষ্টজনদের নিয়ে আরও চারবার বৈঠক করে। এসব বৈঠকের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির কাছ থেকে তিন শতাধিক নামের প্রস্তাব পায় কমিটি। গত কয়েক বৈঠকে তিন শতাধীক নামের তালিকা কাটছাঁট করে প্রথমে ২০ জনে এবং ষষ্ঠ বৈঠকে ১৩ জনে নামিয়ে আনা হয় তালিকা।
গত রোববার সে বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সভাপতি, বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেছিলেন, সপ্তম ও শেষ বৈঠকে সুপারিশের ১০ নাম চূড়ান্ত করা হবে। তবে ১০ জনের নাম আমরা প্রকাশ করব না। এটা রাষ্ট্রপতির ডোমেইন (অধিক্ষেত্র)। রাষ্ট্রপতির কাছে দিলে পরে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করেন, তাহলে আমরা প্রকাশ করব। এটা তার সম্পত্তি। তার কাছেই দিতে হবে। আমাদের প্রকাশ করার কোনো অধিকার আইনে নাই। এরপর ১০ জনের নাম চূড়ান্তে শেষ বৈঠক করল অনুসন্ধান কমিটি।