বদলে যাবে ইউনিটের নাম
২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাবির ভর্তি পরীক্ষায় পরিবর্তন
প্রতিবেদক, ঢাবি

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাবির ভর্তি পরীক্ষায় পরিবর্তন করা হবে। প্রতিবারের মতো আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষেও পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে।
২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটের নামও বদলে যাবে। নামগুলো হবে বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। উপাচার্য মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত নিয়ে অনুষদের শিক্ষকদের আপত্তির মুখে ভর্তি কমিটির এ সভা হয়। সকালে একই বিষয়ে ডিনস কমিটির বিশেষ সভা হয়।
সাধারণ ভর্তি কমিটির সভার নথিতে বলা হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা আগের মতোই বিদ্যমান বিভিন্ন ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় সংস্কারকৃত নতুন ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিপর্যয়ের সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকে। তাই সিদ্ধান্তটি ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিবর্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার সুপারিশ করা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে আগের মতোই পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ইউনিটগুলোর নাম সংশোধন করা হয়েছে। ইউনিটগুলো হবে বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সঙ্গেই গণিত-পরিসংখ্যান অথবা অর্থনীতি-হিসাববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।