Exclusive 2শিক্ষা ও শিক্ষাঙ্গন

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবির সব বর্ষের সশরীরে ক্লাস-পরীক্ষা

প্রতিবেদক,বিশ্ববিদ্যালয়

সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। অফিসসমূহ ২২ ফেব্রুয়ারি থেকে যথারীতি খোলা থাকবে।

বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকার ঘোষিত বন্ধের আগে ঢাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছিল। অনুষদভেদে ক্লাস শুরুর দিন ভিন্ন হলেও সরকার ঘোষিত বন্ধের আগেই সব বিভাগের ক্লাস শুরু করেছিল। বর্তমানে ক্লাস চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button