Top Newsআন্তর্জাতিক

২৪ ঘণ্টায় মারা গেছেন আট হাজার

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ঘণ্টায় আট হাজার মানুষ মারা গেছেন করোনায় সংক্রমিত হয়ে। বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, কলম্বিয়া ও তুরস্ক। এতে বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ কোটি ৭৯ লাখের ঘর। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ ঘণ্টায়  আট হাজার সহ মোট ৫৭ লাখ ৬৭ হাজার।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯১৬ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৬৭ হাজার ৯৬৬ জনে।

ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ লাখ ৬৬ হাজার ৫১৭ জন। নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৯০ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৬২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে করোনায় সংক্রমিতহয়ে মারা গেছেন ৬০৯ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯০৫ জন। শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৮২ হাজার ২৩ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ২৩ জনের।

প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৪১ জন । মারা গেছেন ১ হাজার ১২৩ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশটি। মোট ৭ কোটি ৮৩ লাখ ১ হাজার ৩১১ জন করোনায় সংক্রমিত হয়েছেন আর মারা গেছেন ৯ লাখ ২৮ হাজার ৪৫১ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১ জন । মারা গেছেন ৪১৭ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৩১ জন । নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৬ হাজার ৫১৪ জন এ পর্যন্ত মারা গেছেন ২৩৬ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৪৭ জন। মারা গেছেন ৩২৬ জন।

যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৮ হাজার ৩৬৩ জন মারা গেছেন।

গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮০ জন। মারা গেছেন ২৩৫ জন।

জার্মানিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৬৭ জন। মারা গেছেন ১২৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৯৮ হাজার ৭৪০ জন সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৪৯৫ জন । একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৩৭৮ জন এবং মারা গেছেন ১১৫ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৫ লাখ ৪ হাজার ৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৮৬ জন, কানাডায় ৯৩ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন, গ্রিসে ১১৬ জন, হাঙ্গেরিতে ২৩৪ জন, ইরানে ১০৪ জন, জাপানে ৬৭ জন ও ভিয়েতনামে ১ শত জন মারা গেছেন। মেক্সিকোতে মারা গেছেন ১২৯ জন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button