Sub Lead Newsআন্তর্জাতিক

যুদ্ধবিমান তৈরির ঘোষণা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক

৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ২০২৫ সালের মধ্যেই এই যুদ্ধবিমান তৈরি করার ঘোষণা দেন এরদোগান।

তিনি বলেন, উৎপাদনের পর ব্যাপক পরীক্ষা-নীরিক্ষা শেষে তুরস্কের আকাশ প্রতিরক্ষায় বিমানবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে এসব অত্যাধুনিক বিমান ২০২৯ সালে মোতায়েন করা হবে। ৫ম প্রজন্মের অত্যাধুনিক এসব যুদ্ধবিমান তৈরির এ প্রকল্পে কাজ করবেন ২ হাজার ৩০০ প্রকৌশলী। দেশীয় প্রযুক্তিতে ২০২৩ সালেই প্রথম যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা আছে। খবর ডেইলি সাবাহর।


এ যাবতীয় আরো নিউজ পড়ুন…


স্থানীয় সময় বৃহস্পতিবার বিমান তৈরির কারখানা পরিদর্শনকালে এরদোগান এসব কথা বলেন।

ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শনে গিয়ে এরদোগান বলেন, তার সরকারের আমলেই তুরস্ক সামরাস্ত্র তৈরিতে স্বাবলম্বী হচ্ছে। সরকার ৭৫০টি সমরাস্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে। সামরিক বাজেট বাড়িয়ে ৭৫ বিলিয়ন ডলার করা হয়েছে।

সাবাহর খবরে বলা হয়, বিশ্বে কেবল ১০টি দেশের নিজেদের তৈরি যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক ড্রোন আছে। তুরস্ক সেসব দেশের অন্যতম। অবশেষে যুদ্ধবিমান তৈরির ঘোষণা দেন এরদোগান।

ইনস্টাগ্রামে আমরা…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button